এনএফবি, জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী জটিয়াকালী জুনিয়ার বেসিক স্কুল। যার এক পাশ দিয়ে প্রভাবিত তিস্তা সেচ প্রকল্পের খাল। আর এতেই স্কুলের খুদে পড়ুয়া থেকে শিক্ষা কর্মীদের ভোগান্তির শেষ নেই। ঘটনা প্রসঙ্গে স্কুলের টি আই সি পবিত্র রায় জানালেন ,”গত উনিশ সাল থেকেই পাসের তিস্তা খালের জল ঢুকে যায় স্কুলে। যার ফলে একদিকে যেমন স্কুলের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় পাশাপাশি আমাদের এবং শিশুদের পায়ে এই নোংরা জল প্রতিদিন লেগে চর্ম রোগের শিকার হতে হয়, আজ আমাদের চেয়ারম্যান এসেছেন, দেখা যাক কতটা সমাধান হয় এই নরক যন্ত্রণার।”
অপরদিকে এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মুজিবর রহমান জানান, খুবই সমস্যা হয় এই তিস্তা সেচ খালের জল স্কুলে জমে থাকায়।