জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

পথ দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু,জনতার তাড়ায় পালাল পুলিশ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

পথ দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু কে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গোপসাই এলাকায়। ক্ষিপ্ত জনতার তাড়া খেয়ে পালায় পুলিশ, রাস্তায় টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে জনতা।

এলাকার মানুষজনের অভিযোগ, স্কুল ছাত্রের মৃত্যুর মূলত কারণ স্কুল শিক্ষকদের গাফিলতি ও পুলিশি নিষ্ক্রিয়তার। জানা যায় শুক্রবার দুপুর নাগাদ স্কুল চলাকালীন হঠাৎ স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র শুভজিৎ স্কুলের বাইরে বেরিয়ে আসে। স্কুলের পাশে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক দিয়ে দ্রুত বেগে যাচ্ছিল বালি বোঝাই ট্রাক আর সেই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় শুভজিতের। আর এতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন। এলাকার মানুষদের দাবি গুরুত্বপূর্ণ এলাকার রাজ্য সড়কের ধারে স্কুল। কিন্তু এখানে বাম্পার নেই, নেই পুলিশি ব্যারিকেড, আর এর ফলেই হয়েছে শুভজিতের মৃত্যু। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ হঠাৎই তুলে নিয়ে চলে যায় আর এতে দেখা দেয় চরম ক্ষোভ। রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ।