এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
মাতৃযান ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাদিহাট এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। বর্তমানে আহত অবস্থায় আহতদের চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে আহতরা হলেন রাহুল ঘোষ(২৩), ভাগ্য বর্মন(২৮) বাড়ি গঙ্গারামপুর থানার নারায়ণপুর এলাকায়। ওপর দু’জন আম্বুলেন্স চালক রেজাউল মিয়া(৪০) ও জয়দুল রহমান(৬০) বাড়ি বংশীহাড়ি থানার আলীগাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর রবিবার সন্ধ্যায় মহারাজপুরের দিক থেকে স্কুটিতে চেপে দুই যুবক গঙ্গারামপুরের দিকে আসছিল। সেইসময় গঙ্গারামপুরের দিক থেকে একটি অ্যাম্বুলেন্স বুনিয়াদপুরে যাওয়ার পথে একটি বাসকে ওভারটেক করতে হলে স্কুটি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় গুরুতর আহত হয় স্কুটিতে থাকা ২ যুবক সহ অ্যাম্বুলেন্স চালক ও আরও এক যাত্রী।বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই আহতদের তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। এদিকে পথ দুর্ঘটনার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়।পরে গঙ্গারামপুর থানার পুলিশ পৌঁছে ঘাতক স্কুটি ও অ্যাম্বুলেন্স উদ্ধার করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে।এই বিষয়ে প্রতক্ষদর্শী ও আহত এক যুবক জানান।