এনএফবি, কলকাতাঃ
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জেলে ৷ প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে তাঁর ৷ আর এরই মধ্যে শাসক দলের আরও ১৯জন নেতা, মন্ত্রীর এবং বিধায়কদের সম্পত্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেগেল কলকাতা হাইকোর্টে ৷
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আইনজীবী শামিম আহমেদ এই ১৯ জন নেতা -মন্ত্রীর একটি তালিকা সহ স্থাবর -অস্থাবর সম্পত্তির হিসেব দিয়ে বলেন, ২০১১ – ২০১৬ পর্যন্ত এই নেতা- মন্ত্রীদের সম্পত্তি বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে ৷ তিনি আর্জি জানান , পাঁচ বছরে এঁদের সম্পত্তি কিভাবে এত বৃদ্ধি পেল তা তদন্ত করুক ইডি ৷ এর পরিপ্রেক্ষিতেই এই মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ৷
জানা গেছে,২০১৭ সালে এই জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরকে পার্টি করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ মামলায় মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক,শিউলি সাহা,স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়,সাংসদ অর্জুন সিং সহ ১৯ জনের নাম আছে ৷ ২০১৭ সালে করা জনস্বার্থ মামলা সোমবার নতুন করে ওঠে প্রধান বিচার পতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ৷ সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল সম্পত্তি উদ্ধারের পর এই জনস্বার্থ মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷