জুলাই 5, 2024
Latest:
জেলা

স্বনির্ভর পলি দিশা দেখাচ্ছে জেলার বাকি নারীদেরও

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

কথায় বলে পুরুষ নারী সমান সমান। কর্ম দক্ষতায় নারীরাও পুরুষদের পাশাপাশি কিছু কম যান না তা বারবার প্রমাণিত হয়েছে। তেমনি বাড়ির পুরুষদের আর্থিক ভাবে সাহায্য করবার লক্ষ্যে স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পোল্লাপাড়া এলাকার প্রায় ৪০ জন মহিলা। নিজেদের স্বনির্ভর করতে তারা তৈরি করছেন কার্পেট। সুদূর বেনারসের একটি কোম্পানির অর্ডারকৃত কার্পেট তৈরি করে তারা প্রায় মাসে ১২ থেকে ১৪ হাজার টাকা আয় করছেন বলে জানা গেছে। আর এই লক্ষ্যে তারা আস্ত একটা কারখানাই তৈরি করে ফেলেছেন । দক্ষিণ দিনাজপুর জেলার পোল্লাপাড়া এলাকার বাসিন্দা পলি মন্ডল দীর্ঘদিন ধরে ইচ্ছা প্রকাশ করতেন যে তিনি নিজে স্বনির্ভর হবেন পাশাপাশি তার এলাকার অন্যান্য মহিলাদেরও স্বনির্ভর করবেন। আর ইচ্ছে থাকলেই উপায় হয়। পলি দেবী তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে কার্পেট তৈরির কাজ দেখেন এবং তার সেই কাজটি মনঃপুত হয়। তখন তিনি সেখান থেকে কার্পেট তৈরি শিখে এসে এলাকার বেশ কিছু মহিলাকে কার্পেট তৈরির কাজ শেখান। সেখান থেকেই পথ চলা শুরু হয় পলি মন্ডলের কারখানার। অল্প সংখ্যক মহিলাদের নিয়ে কাজ করতে করা শুরু করে এখন মহিলাদের সংখ্যা ৪০। জানা গেছে সুদূর বেনারসের একটি কার্পেট তৈরির কারখানা তাদের অর্ডার দেয় কার্পেট তৈরি করার জন্য। অর্ডারের কার্পেট তৈরি করেই তারা মাসে 10-12000 টাকা আয় করতে পারেন।

নিজস্ব চিত্র

পলি মন্ডলের কারখানায় যতজন কাজ করেন সকলেই মহিলা। পলি দেবীর বক্তব্য, ” সরকার তথা স্থানীয় প্রশাসন যদি তাদের সাহায্য করতে এগিয়ে আসে তাহলে দক্ষিণ দিনাজপুরের এই এলাকার কার্পেট শিল্পকে তারা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারেন।” নিজে স্বনির্ভর হয়ে অন্যদের স্বনির্ভর করতে পলি দেবীর এই উদ্যোগ সত্যি অনস্বীকার্য।

পলি মন্ডল, কারখানার মালিক। নিজস্ব চিত্র