জুলাই 5, 2024
Latest:
ফিচাররাজ্য

সীমান্তের গরু পাচারে তৃণমূল – বিজেপি, বিএসএফ যুক্ত বলে দাবি সেলিমের

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

সীমান্তের অনুপ্রবেশ চোরাচালান সবকিছুতেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং রয়েছে বলে অভিযোগ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। আরও গুরুতর অভিযোগ করে তিনি বলেন, সীমান্তে যা ঘটে, দিল্লি, মুম্বাই, আমদাবাদে কালীঘাটে বসে করা হচ্ছে। সব টাকা সেখানে জড়ো হচ্ছে এবং ভাগ-বাটোয়ারা করা হয়। তিনি দাবি করেন, সমস্ত গরু পাচার, চোরাচালান সীমানায় যা ঘটছে তাতে তৃণমূল কংগ্রেস যেমন যুক্ত আছে তেমনি বিজেপিও যুক্ত আছে। শুক্রবার মেদিনীপুরে দলের জেলা কমিটির প্রথম বৈঠকে যোগ দিতে এসেছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম।

তাঁর অভিযোগ, সীমান্তের ঘটনায় যেমন রাজ্যের মন্ত্রীরা যুক্ত আছেন তেমনই এর আগের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারও যুক্ত আছে, বিএসএফ যুক্ত আছে। সেই সঙ্গে তিনি এও বলেন, “এরা সীমান্তের ১২ থেকে ৫০ কিমি পর্যন্ত নিরীহ গ্রামবাসীদের অত্যাচার করার জন্য রয়েছে।”