জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

মাছ চাষীদের উন্নত প্রযুক্তিদানের লক্ষ্যে ময়নায় সেমিনারের আয়োজন

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

মাছ চাষের জন্য রাজ্যের মধ্যে ময়না মৎস্য উৎপাদনে অগ্রনী ভূমিকা গ্রহন করেছে। ধান চাষ ছেড়ে ময়নার অসংখ্য কৃষক এখন মাছ চাষে মনোনিবেশ করেছে । প্রতিদিন বাংলা সহ ভিন রাজ্যে মাছ সরবারহ করা হয়।

আর এই মাছ চাষিদের উন্নত প্রযুক্তিদানের লক্ষ্যে ময়নার অন্নপূর্ণা বাজারের কাছে ভান্ডার চন্ডী মন্দির পার্শ্বস্থ মাঠে আয়োজন করা হয়েছে ময়না অ্যাকোয়া এক্সপো ২০২২। মাছ চাষী ও বিভিন্ন মাছের খাওয়ার ও ঔষধ কোম্পানী অংশগ্রহন করে। এই মেলায় মাছ চাষে উন্নত প্রযুক্তি নিয়ে যেমন আলোচনা করা হয় পাশাপাশি মাছ চাষে লাভজনক কি কি করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। বিগত দুই বছর অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মৎস্য চাষীদের আর্থিক লাভ জনক জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন কোম্পানি ও বৈজ্ঞানিকদের যুগান্তকারী আবিষ্কার গুলি মেলায় তুলে ধরার চেষ্টা করা হয়। ২ দিন ধরে চলে মৎস্য চাষিদের নিয়ে এই মেলা। শুক্রবার এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ শেখ শাহাজান আলী, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ সুদর্শন জানা, ময়না পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ চন্দন মন্ডল সহ বিশিষ্টরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই দুদিনের মেলার শুভ সূচনা করা হয়।

মেলার আয়োজন। নিজস্ব চিত্র

এই মেলাতে বিভিন্ন কোম্পানির মাছের খাবার থেকে ঔষধ সমস্ত স্টল ছিলো প্রায় ৭০ টি। মৎস্য চাষের সঙ্গে যুক্ত বহু মানুষ এই মেলাতে উপস্থিত হয়েছিলেন। এদিন মৎস্য চাষিদের জন্য সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন মৎস্য বিজ্ঞানী গদাধর দাস। উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।