অবশেষে স্বাভাবিক হলো বাগডোগরা বিমানবন্দরের পরিষেবা

এনএফবি, শিলিগুড়িঃ

বাগডোগরা বিমানবন্দর ১৫ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে স্বাভাবিক হল বিমান পরিষেবা। বিমান পরিষেবা স্বাভাবিক হাওয়ায় খুশি বিমান যাত্রী। মঙ্গলবার সকাল থেকেই বিমান ওঠা নামা শুরু হয়েছে ।

এই বিষয়ে বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রোমনি পি বলেন, এদিন সকাল থেকেই বিমান পরিষেবা শুরু হয়েছে। সকাল ৮.০২ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে প্রথম বিমান ব্যাঙ্গালোর থেকে এসে ল্যান্ড করে। এক বিমান যাত্রী বলেন, “১৫দিন পর বিমান পরিষেবা স্বাভাবিক হাওয়ায় ভীষণ খুশি।”

উল্লেখ্য বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের পাশাপাশি মেরামতির জন্য ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ ছিল। এরপর মঙ্গলবার থেকে স্বাভাবিক হল বিমান পরিষেবা।