জুলাই 5, 2024
Latest:
জেলা

ভয়ানক অভিজ্ঞতাকে সাক্ষী করে বাড়ি ফিরলেন বালুরঘাটের সাত বন্ধু

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

অবশেষে বাড়ি ফিরলেন অমরনাথ যাত্রায় গিয়ে আটকে পড়া বালুরঘাটের সাত বন্ধু। রবিবার রাতে তারা নিজ নিজ বাড়িতে ফেরেন । অমরনাথের সেই ভয়ানক অভিজ্ঞতার কারণে আতঙ্কিত তারা। ভয়ানক ঘটনা কথা ভুলতে পারছেন না কেউই । এদিকে তাদের ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে তাঁদের পরিবারের লোকেরা। জানা গিয়েছে, গত ৫ জুলাই বালুরঘাটের পাগলিগঞ্জ এলাকার ৫ জন এবং খাসপুর ও মাহিনগর এলাকার দু’জন। মোট ৭ জন বন্ধু মিলে অমরনাথ যাত্রার জন্য বাড়ি থেকে রওনা দেন । এই ব্যক্তিরা হলেন পুষ্পজিৎ চক্রবর্তী,রজত সরকার, মুকুল সরকার, সুরঞ্জন দে দাস, তোতন হালদার, শুভ্রনীল মুন্সি ও তাপস ঘোষ। এরা সকলেই বন্ধু। ৫ তারিখ রাতে বাড়ি থেকে তারা বাসে করে শিলিগুড়িতে যায়। এরপর বাগডোগরা থেকে ৬ জুলাই বিমানে করে পৌঁছায় শ্রীনগর। সেখান থেকে গত ৮ জুলাই মন্দির দর্শনের জন্য রওনা হয়। এবং মন্দিরও দর্শন করেন। সে সময়ই মেঘ ভাঙা বৃষ্টি ও হরপা বান নেমে আসে। তারপরেই ভয়ানক অভিজ্ঞতা পেড়িয়ে তারা বাড়ি ফিরে এলেন রবিবার।