জুলাই 5, 2024
Latest:
জেলা

শিক্ষানীতি বাতিলের দাবিতে ঝাড়গ্রামে এসএফআইয়ের মিছিল

এনএফবি,ঝাড়গ্রামঃ

২০২০ সালের নতুন শিক্ষানীতির বাতিলের দাবিকে সামনে রেখে সোমবার ঝাড়গ্রাম শহরে এসএফআই এর এক বিশাল জাঠা এসে পৌঁছায় । পশ্চিম মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম শহরে পৌঁছায় এসএফআইয়ের এই সর্বভারতীয় জাঠা । ঝাড়গ্রাম শহরে এসএফআইয়ের ঝাড়গ্রাম জেলা সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল আয়োজিত হয় । মিছিলের শেষে শহরের সুভাষ পার্ক চত্বরে পথসভা করে এসএফআই ।

ঐশী ঘোষ, নিজস্ব চিত্র

এদিনের পথসভায় এসএফআইয়ের জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ । এদিন ঐশী বলেন , ” সর্বভারতীয় জাঠার মূল দাবি হলো ২০২০ সালে যে সর্বভারতীয় শিক্ষা নীতি আনা হয়েছে সেই শিক্ষানীতি বাতিল এবং নতুন শিক্ষানীতি গড়ে তোলার আহ্বান আমরা করছি । ২০২০ সাল থেকে করোনা মহামারির জন্য যে সকল ছাত্র-ছাত্রীরা স্কুলছুট হয়েছে তাদের পুনরায় স্কুল-মুখী করার দাবি রাখছি আমরা । শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে আগামী ২ তারিখ কলকাতার কলেজস্ট্রীটে যে মহা মিছিল রয়েছে সেখানে সকলে একজোট হয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবি রাখা দুর্নীতি মুক্ত স্বচ্ছ এবং পরিষ্কার শিক্ষা নীতি চায় “।