স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। পিঠের সমস্যার জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার মাটিতে জসপ্রীত বুমরাহর মতো ক্রিকেটারের না থাকাটা যে ভারতীয় দলের কাছে কত বড় ধাক্কা তা বলার অপেক্ষ রাখে না। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা । জসপ্রীত বুমরাহর পরিবর্ত ক্রিকেটার তবে কে হতে চলেছেন। প্রথমে ভারতীয় দজলের ১৫ জনের স্কোয়াডে না থাকলেও, মহম্মদ সামির নাম নিয়েই আরম্ভ হয়ে গিয়েছিল গুঞ্জন।
সবকিছু ঠিকঠাক চললে মহম্মদ সামিই এবার জসপ্রীত বুমরাহর পরিবর্তে ভারতীয় দলে আসতে চলেছেন। ইঙ্গিত কিন্তু তেমনটাই পাওয়া গিয়েছে। এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন মহম্মদ সামি-সহ মহম্মদ সিরাজ। সদ্য করোনা সারিয়ে ওঠা সামি কতটা ফিট রয়েছে সেদিকেই প্রধান নজর ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
সরকারীভাবে কিছু না জানালেও, শোনা যাচ্ছে এনসিএ-তে নাকি ফিটনেস পরীক্ষায় পাশ করে গিয়েছেন ভারতীয় দলের এই তারকা বোলার। এই মুহূর্তে এই খবরটাই যে ভারতীয় শিবিরের কাছে সবচেয়ে স্বস্তির তা বলার অপেক্ষা রাখে না।