অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
শুক্রবার সন্ধে সাড়ে সাতটায় ক্রিকেট বিশ্বের আকাশ থেকে ঝড়ে পড়ে এক উজ্জ্বল নক্ষত্র। আর তাতেই গোটা বিশ্ব শোকস্তব্ধ। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেন ওয়ার্ন। সেই খবর জানার পর থেকেই ভেঙে পড়েছে বিশ্ব ক্রিকেট মহল। এখনও পর্যন্ত যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ। সেই শেন ওয়ার্নেরই শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়া সরকারের। শনিবারই সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।
মাইক গ্যাটিংকে করা ওয়ার্নের সেই আউট এখনও টাটকা সকলের স্মৃতিতে। ক্রিকেট যতদিন থাকবে, সেই বল অব দ্য সেঞ্চুরীও ততদিনই থাকবে। কিন্তু শেন ওয়ার্নই শুধু নেই এখন। তাঁর অকাল প্রয়াণে স্তব্ধ এখন ক্রিকেট বিশ্ব। দেশের সেরা তারকাকে পূর্ণ মর্যাদাতেই শেষ বিদায় জানাতে চলেছে অস্ট্রেলিয়া। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।