জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

বিরাট ইস্যুতে সৌরভকে একহাত শাস্ত্রীর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ইস্যুতে একপ্রকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন সদ্য প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

এক সাক্ষাৎকারে রবি বিরাটের ওয়ান ডে ক্যাপ্টেন্সি যাওয়া নিয়ে বলেন, আমি আর বিরাট দুজনেই খেলাটা বুঝি। সৌরভও প্রাক্তন অধিনায়ক হিসেবে খেলা বোঝে। তার মানে এটা কখনই নয়, যে কোনও বিষয়ে আমাদের সহমত হতে হবে। সৌরভের সঙ্গে আমাদের বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের কমিউনিকেশন আরও ভাল হওয়া দরকার ছিল। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান পরিস্থিতি আরও ভাল ভাবে সামলানো দরকার ছিল। সেটা হচ্ছে না। বিরাটকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানোর প্রক্রিয়া ঠিক নয়। টেস্ট রেকর্ড যা বিরাটের সেটা কারোর নেই। তাই টেস্টে বিরাটকে চাইলেও সরানো যাবে না।’

প্রসঙ্গত নিজের কোচিং যাওয়া নিয়েও ভারতীয় বোর্ডকে কাঠগড়ায় তোলেন শাস্ত্রী।