জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

শামি কেন নেই প্রশ্ন শাস্ত্রীর

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

চলতি এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে হেরে এশিয়া কাপের মঞ্চ থেকে প্রায় ছিটকে গিয়েছে ভারত। আর এরপরই চলতি বছরের আইপিএলে ছন্দে থাকা মহম্মদ শামিকে দলে না নেওয়ায় তুমুল সমালোচনা করেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, শামি যেখানে আইপিএলে এত ভালো খেলেছেন, সেখানে কোন যুক্তিতে তাঁকে দলে রাখা হয়নি, সেটা ভেবে স্রেফ হতবাক হয়ে যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, আবেশ খান দলে না থাকায় এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন পেসারের অভাব টের পেয়েছে ভারত। তৃতীয় পেসার হিসেবে হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করতে বাধ্য হয়েছে ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে শাস্ত্রী বলেন, নিঃসন্দেহে আইপিএলে ভালো ছন্দে ছিল পান্ডিয়া। এমনকি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেও বল ও ব্যাট হাতে দারুণ পার্ফরমেন্স করছিল। কিন্তু ও যে একজন নিয়মিত পেসারের মত দলকে সাফল্য দিতে পারবেন না তা আগেই জানতেন শাস্ত্রী। কারণ হার্দিক যে ধরণের বল করেন, তাতে পিচের সাহায্য লাগে। আমিরশাহির পিচে বোলাররা সেভাবে সাহায্য পান না। বরং অস্ট্রেলিয়ার মতো দেশে হার্দিক অনেক বেশি কার্যকরী। তারপরও এশিয়া কাপের পুরো স্কোয়াডে মাত্র তিন পেসারকে রাখা হয়েছে কেন। শ্রীলঙ্কা ম্যাচের শেষে এক সাক্ষাৎকারে ভারতের এই প্রাক্তন কোচ বলেন, “শামিকে কেন এশিয়া কাপের দলে নেওয়া হয়নি, সেটা ভেবেই আমি হতবাক হয়ে যাচ্ছি।”