অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
তার কোচিং কালে সব থেকে খারাপ সময় হিসেবে গত বছরের জুন মাসের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে বেছে নিলেন রবি শাস্ত্রী। এক সাক্ষাৎকারে শাস্ত্রী জানান,আমার সময়ে সব থেকে খারাপ ফল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যাওয়া। কারণ গত পাঁচ বছরে টেস্টে আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি তাতে হারা উচিত ছিল না। অন্তত ড্র হতে পারত। পাঁচ বছর বিশ্বের ১ নম্বর টেস্ট দল থাকা মোটেই সহজ বিষয় নয়।’’ এরপরে শাস্ত্রী জানান,”করোনার জন্য আমাদের বায়ো বলয়ে টানা থাকতে হয় । যদিও আমি অজুহাত দেবনা সেই ফাইনাল টা জেতা উচিত ছিল, তবে দল হিসেবে সফল আমরা। “