জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

লর্ডসে শতরান না পেয়ে রোহিতের হতাশার কথা তুলে ধরলেন শাস্ত্রী

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার রোহিত শর্মাকে নিয়ে অতীতের স্মৃতিতে ডুব দিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। এক সাক্ষাৎকারে শাস্ত্রী গত বছরের ইংল্যান্ড সফরের স্মৃতিতে ফিরে যান। গতবছর লর্ডস টেস্টে ৮৫ রান করে আউট হয়ে নিশ্চিত সেঞ্চুরি মিস করেন রোহিত। এদিন শাস্ত্রী এক সাক্ষাৎকারে জানালেন,” লর্ডস টেস্টে আউট হওয়ার পরে রোহিত ড্রেসিংরুমে ফিরে এসে একটা নিজস্ব জোনে চলে যান। চুপচাপ একটা টেবিলের মধ্যে বসে যায় ও। আসলে লর্ডসের মাঠে সেঞ্চুরি পাওয়ার মজা আলাদা সেই কারণে আমি ওর চোখেমুখে ওর হতাশা দেখতে পাচ্ছিলাম। যদিও পরের টেস্ট ওভালে শতরান করে রোহিত নিজের হতাশা কাটিয়ে ওঠে।”

প্রসঙ্গত ইংল্যান্ডের মাঠে গত বছর পাঁচ ম্যাচের সিরিজ খেলে ভারত। ফলাফল হয় ২-১। একটি মাত্র টেস্ট বাকি ছিল সেটা করোনার জন্য হয়নি । সেই টেস্ট এই বছর হলে ইংল্যান্ড সেই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায়, যদিও রোহিত শর্মা করোনায় আক্রান্ত হওয়ার জন্য নামতে পারেননি ক্যাপ্টেন্সি করেন জসপ্রীত বুমরাহ।
আর গত বছর টি২০ বিশ্বকাপের পর ভারতের কোচের পদ থেকে সরে যান শাস্ত্রী।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছিল ভারতীয় দল। এই দিন ইংল্যান্ডের বিপক্ষে পরাস্ত হওয়ার ফলে সিরিজের ফলাফল ড্র হয়ে গিয়েছে। তবে এ দিন জাতীয় দলের অধিনায়ক হিসেবে লজ্জাজনক নজির গড়েছেন হিটম্যান।
এ দিনের ম্যাচে প্ৰথমে ব্যাট করে ইংল্যান্ড। ব্যাট হাতে নির্ধারিত ওভারের শেষে ২৪৬ রান তোলে জস বাটলারের নেতৃত্বাধীন দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানেই গুটিয়ে যায় রোহিতের দল। এই নিয়ে মোট তিন বার ১৫০-এর গন্ডি পেরিয়ে যাওয়ার আগেই গুটিয়ে গেল ভারতীয় দল। এমন লজ্জার নজির অধিনায়ক বিরাট কোহলির আমলেও ঘটতে দেখা যায়নি। উল্লেখ্য, বিরাট ৯৫টি ওডিআই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তাঁর আমলে কোনও ম্যাচেই ভারতীয় দল ১৫০ র কম রানে আউট হয়নি।
আজ থেকে পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে রোহিতের নেতৃত্ব দেওয়া একটি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৩ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল। এই ঘটনার দুই বছর পর অর্থাৎ ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯২ রান করেই অলআউট হয়ে গিয়েছিল রোহিত-ব্রিগেড। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় বার এই লজ্জার নজিরে নাম তুললেন অধিনায়ক রোহিত। উল্লেখ্য, আগামী রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।