জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতকে এই বিষয়ে সতর্ক করলেন শাস্ত্রী

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত। তবে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের পারফরম্যান্স দেখে খুব একটা খুশি হতে পারছেন না ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে ভারতকে ফিল্ডিংয়ে আরও নজর দিতে হবে।

একটি সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “শুরু থেকে ভারতকে ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে সেরা ফিল্ডিং করতে হবে। কারণ, ফিল্ডিংয়ে কোনও দল ১৫-২০ রান বাঁচাতে পারলে তাকে পরে অতটাই কম রান তাড়া করতে হয়। নইলে প্রতি বার রান তাড়া করতে নামলে লক্ষ্য ১৫-২০ রান বেড়ে যায়। ওই রানেই হার-জিত ঠিক হয়ে যায়।” তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ফিল্ডিংয়ে বরাবরই ভাল। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা কী করেছে সেটা আমরা দেখেছি। ফিল্ডিংয়ের জোরে পাকিস্তানকে হারিয়েছে ওরা। ভারতকেও সেটা করতে হবে। নইলে বিশ্বকাপে ভুগতে হবে রোহিতদের।”