জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ধোনির ফুটবল খেলা দেখে চিৎকার করতে বাধ্য হন শাস্ত্রী

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ফুটবলার থেকে ক্রিকেটে আসেন মহেন্দ্র সিং ধোনি। সেটা আমরা সকলেই জানি। কিন্তু ধোনির ফুটবল দক্ষতা চিন্তায় ফেলে দেয় ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে। এক সাক্ষাৎকারে শাস্ত্রী জানান,তার চিন্তা ছিল ম্যাচের আগে ফুটবল খেলতে গিয়ে দলের প্রধান প্লেয়ারের চোট না লেগে যায়। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল, যখন কোচ ছিলেন রবি শাস্ত্রী। টস হওয়ার পাঁচ মিনিট আগে তিনি ধোনিকে দেখেন ফুটবল খেলায় মেতে উঠতে। শিশির পড়া মাঠে তিনি স্লাইড করে ট্যাকল করছিলেন, সেটা চোখে পড়ে তার। এটা দেখে রেগে যান রবি শাস্ত্রী, সঙ্গে সঙ্গে স্টপ দ্যা গেম বা খেলা বন্ধ করো বলে চিৎকার করে ওঠেন।পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচের আগে তিনি চান না দলের আসল প্লেয়ার যাতে চোট পায়। এরকম তীব্রভাবে ধোনি ফুটবল খেলায় মেতে উঠেছেন, তাতে সেটা খুব সম্ভাব্য ছিল। কিন্তু ধোনিকে ফুটবল খেলা থেকে সরিয়ে রাখা সহজ নয়, তাই তিনি বাধ্য হয়েছিলেন তার ওপর চিৎকার করতে। তবে রবি শাস্ত্রী মেনে নিয়েছেন হয়তো ফুটবল খেলতেন বলেই ধোনির রিফ্লেক্স এবং পায়ের কাজ বাকি ক্রিকেটারদের তুলনায় বেশি। উইকেট কিপিং করার ক্ষেত্রেও ধোনির ফুটবল খেলার অবদান কিছুটা হলেও রয়েছে মনে করেন রবি শাস্ত্রী। আসলে মহেন্দ্র সিং ধোনি যে কাজটাই করেন নিজের সেরাটা উজাড় করে দেন। তাই ফুটবলেও লেগে যাওয়ার চিন্তা না করে ট্যাকল করা থেকে বিরত হননি তিনি।