বিরাটকে পরামর্শ শাস্ত্রীর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

তার প্রাক্তন হেড স্যার। তিনমাস আগেও ভারতীয় ক্রিকেটে সর্বেসর্বা ছিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী জুটি। এবারে কোহলির টেস্ট অধিনায়কের পদ ছাড়ার পরে তাকে পরামর্শ দিচ্ছেন শাস্ত্রী। এদিন এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন কোচ বলেন, “ভারতের সবচয়ে আগ্রাসী ও সফল টেস্ট ক্যাপ্টেন কোহলি। মাথা উঁচু করে মাঠ ছাড়বে ও। বিশ্বের সেরাদের সঙ্গেই থেকে যাবে ওর নাম। ভারতের উৎকৃষ্টতম টেস্ট ক্যাপ্টেন হিসাবেই লেখা থাকবে ওর নাম। আমি বিরাটকে যতটা চিনি, বলতে পারি ও ক্রিকেটটা কীভাবে খেলতে চেয়েছিল। অধিনায়ক হিসাবে নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। ভারতের মাত্র দু’জন অধিনায়ক বিশ্বকাপ জিতেছে। তাঁরা হলেন কপিল দেব ও এমএস ধোনি। কোহলির অধিনায়ক হিসাবে দু’টোই হতাশার জায়গা থাকতে পারে। (ক) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার ও (খ) দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে না পারা। এবার কোহলি ব্যাটিংয়ে ফোকাস করুক। অধিনায়ক হিসাবে ও যা অর্জন করতে চেয়েছিল তাই করেছে।” এদিকে শোনা যাচ্ছে, বিরাটকে শততম টেস্ট খেলে বেঙ্গালুরুতে ক্যাপ্টেন্সি ছাড়তে বলা হয়। কিন্তু বিরাট সেই কথা শোনেননি।