শিলদায় শহীদ স্মরণ

এনএফবি,ঝাড়গ্রামঃ

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি বিনপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলায় ২৪ জন ইএফআর জওয়ানের মৃত্যু হয়েছিল । ২০১১ সালে জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে ওই জায়গাতেই ২৪টি গাছ লাগানো হয় সাথে একটি শহীদ বেদি তৈরি করা হয় ৷ প্রতিবছরই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

আজ মঙ্গলবার ছিলো সেই ঘটনার ১২তম বর্ষপূর্তি । আর সেই শহীদদের সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন এডিজি(ওয়েস্টার্ন জোন) সঞ্জয় সিংহ, বাঁকুড়া রেঞ্জের আই জি সুনীল কুমার চৌধুরী, জেলাশাসক জয়সি দাশগুপ্তা, ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ সহ জেলার সমস্ত পুলিশ আধিকারিকবৃন্দ ।

আরও পড়ুনঃ সন্ত্রাসের অভিযোগে জেলাশাসকের অফিস ঘেরাও বিজেপির

এই দিন শহীদ বেদীতে মালা এবং জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে রোপন করা গাছগুলিতে জল দেন এডিজি(ওয়েস্টার্ন জোন) সঞ্জয় সিংহ , বাঁকুড়া রেঞ্জর আই জি সুনীল কুমার চৌধুরী সহ অন্যান্য পুলিশ অধিকারীকরা। এইদিন এই অনুষ্ঠানে ১২জন দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

এডিজি(ওয়েস্টার্ন জোন) সঞ্জয় সিংহ বলেন ” ২০১০ সালে ২৪ জন জওয়ান প্রাণ বলিদান দিয়েছিলেন, আজকের দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি ওনাদের শ্রদ্ধা জানানোর জন্য ৷ এটা আমাদের রাজ্যের ইতিহাসে একটা বড় ঘটনা ছিল । সেই সময় আমাদের জওয়ানরা মাওবাদীদের গুলিতে শহীদ হন এবং আমাদের জওয়ানদের গুলিতেও ওদের ৫ জন মারা যান।আমি আমাদের শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করি এবং ওনাদের পরিবারেরে সদস্যদের সুস্থতা কামনা করি “।