অঞ্জন চ্যাটার্জি, এনএফবিঃ
টি-২০ বিশ্বকাপের সিরিজ সেরা হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু ওয়ার্নার কেন পেলেন এই পুরস্কার সেটা মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার। তিনি বলছেন, তার দেশ পাকিস্তানের বাবর আজম এই পুরস্কার পাওয়ার যোগ্য। শোয়েব টুইট করেন,” বাবর আজমের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার অপেক্ষায় ছিলাম। কোনো সন্দেহ নেই, অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“
৬টি ইনিংসে ৪টি হাফ সেঞ্চুরি-সহ ৬০.৬০ গড়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে এসেছে ৩০৩ রান। আর অন্যদিকে ৭টি ইনিংসে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ২৮৯ রান। এবং তাঁর গড় ৪৮.১৬। পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে বাবরই। আইসিসির পক্ষ থেকে সিরিজ সেরার পুরস্কার পান ওয়ার্নার। প্রসঙ্গত টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হেরে যায় পাকিস্তান।