জুলাই 1, 2024
Latest:
স্থানীয়

জমিয়ে চৈত্র সেলের কেনাকাটা জলপাইগুড়িতে

এনএফবি, জলপাইগুড়িঃ

জলপাইগুড়িতে জমে উঠেছে চৈত্র সেলের কেনাকাটা। ভিড় যেমন বাড়ছে তেমনই যানজট সমস্যাও বাড়ছে।

জুতো থেকে জামাকাপড়, ব্যাগ সব জিনিসই অর্ধেক দাম তাই বিক্রি দিগুন পরিমাণে হচ্ছে । শুধু শহর না, বাইরের থেকেও মানুষ এসে কেনাকাটা করছে জলপাইগুড়ি শহরের মার্চেন রোডের দোকান গুলোতে। চার থেকে পাচশো টাকার জিনিস একশো থেকে দুশো টাকায় পাওয়া যাচ্ছে। ফলে উৎসাহিত মানুষ ভিড় করেই কিনছেন সেই সব জিনিস।

ঠিক এই কারণেই চৈত্র মাস আসতেই খুশি হয় জলপাইগুড়ির মানুষ। তাই এক ধরনের আকষর্ণ এই মাসে যেন থেকেই যায়।

নিজস্ব চিত্র