এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
একাধিক দাবি নিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ কেশপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের সামনে বিক্ষোভ দেখালো কলেজের পড়ুয়ারা।বিক্ষোভকারীরা কলেজে শিক্ষকের স্বল্পতার পাশাপাশি কলেজের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন। এইদিন দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ প্রদর্শন।
আন্দোলন প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের দাবির ন্যায্যতা স্বীকার করে নেন। তিনি বলেন, এটা স্বাভাবিক ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের পড়াশোনার স্বার্থে এই আন্দোলন গড়ে তুলেছে। আমরা এই বিষয় নিয়ে অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি।