জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

হারের কারণ নিয়ে মুখ খুললেন শ্রেয়স

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএলে রাজস্থান রয়্যালসের কাছে হার কলকাতা নাইট রাইডার্স দলের। হলো রেকর্ডও। এই প্রথম আই পিএলে কোনো ম্যাচে সেঞ্চুরি আর হ্যাটট্রিক একসঙ্গে হল। শতরান করলেন রাজস্থানের জস বাটলার আর হ্যাটট্রিক করলেন যুজবেন্দ্র চাহাল। ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, “আমরা যে শুরুটা পেয়েছিলাম, প্রয়োজনীয় রান রেট অনুযায়ী ব্যাটিং করছিলাম। ফিঞ্চ ভালো ব্যাটিং করেছে। এরপর আমরা গতি কমিয়েছিলাম এবং ম্যাচটি আমাদের হাত থেকে বেরিয়ে যায়। ম্যাচের গতিপথ বদলে দেন যুজি (চাহাল)। আমি শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলাম এবং পরিকল্পনা ছিল অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ঝুঁকি নেবে। চাহালের বিরুদ্ধে একটি ওভার ছিল কিন্তু আমি দুর্ভাগ্যবশত আউট হয়ে যাই।” বাটলারের ব্যাটিংয়ের প্রশংসা করে কেকেআর অধিনায়ক বলেন, ‘বাটলার একজন ক্লাসিক ব্যাটসম্যান। তিনি চার দিকেই বল হিট করেন। ভালো ব্যাটিং করেছেন। শিশির খুব একটা প্রভাব ফেলেছে বলে আমার মনে হয়নি। এটা একটা ভালো পিচ ছিল এবং ব্র্যাবোর্ন আমাদের দলের জন্য ভালো মাঠ হিসেবে প্রমাণিত হয়নি। যখন এত বড় স্কোর তাড়া করতে হয়, তখন আপনি চাপে থাকেন। প্রথম বলেই আক্রমণাত্মক ব্যাট করতে চেয়েছিলাম।’