জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ইস্টবেঙ্গল থেকে বিদায় নিলো শ্রী

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ময়দান থেকে বিদায় নিল শ্রী সিমেন্ট। বাঙ্গুর গোষ্ঠীর এই শ্রীসিমেন্ট কোম্পানি আজ মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিল। ফলে লাল-হলুদ শিবির মুক্ত। নতুন স্পনসর বা ইনভেস্টর আনতে ইস্টবেঙ্গল কর্তাদের আর কোনও বাধা থাকল না।

আগামী দিনে ইস্টবেঙ্গলের কে হবে নতুন ইনভেস্টর? বসুন্ধরা নাকি অন‍্য কোনও কোম্পানি? আইএসএল খেলবে নাকি আই লিগ? এখন এই প্রশ্ন গুলোই উঠছে। অবশ‍্য ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এখনই এই সব প্রশ্নর উত্তর দিতে নারাজ। ক্লাবের এক কর্তা জানিয়েছেন, শ্রীসিমেন্ট যাবতীয় স্পোর্টিং রাইটস আমাদের ফিরিয়ে দিয়েছে। এটা ভাল ব‍্যাপার। খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে বিস্তারে জানানো হবে।আগামী মরশুমে বাংলাদেশের “বসুন্ধরা” ইস্টবেঙ্গলকে ইনভেস্ট করবে নাকি কো-স্পনসর হবে? এদিন বৈঠকের শেষে ইস্টবেঙ্গলের কাছে “বসুন্ধরা” ইনভেস্টর নাকি স্পনসর হিসেবে যুক্ত হচ্ছে? এই প্রশ্নর উত্তর পাওয়া যায়নি। বাংলাদেশে যাওয়া ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, শেখ রাসেল ক্রীড়াচক্র ও ইস্টবেঙ্গল কর্তারা ফুটবলের উন্নয়ন নিয়ে যৌথ ভাবে কাজ করবে বলে স্থির হয়েছে ওই বৈঠকে। ফুটবল পরিকাঠামোর উন্নতি এবং নতুন প্রতিভা খুঁজে আনাটাই লক্ষ‍্য তাঁদের। যৌথভাবে কাজ করে ফুটবলের সার্বিক উন্নয়নই তাঁদের লক্ষ্য।