জুলাই 3, 2024
Latest:
জেলালেটেস্ট

সদ্য পিতৃবিয়োগের পরেও মাধ্যমিকে রাজ্যে পঞ্চম বহরমপুরের শুভ্র

এনএফবি, মুর্শিদাবাদঃ

মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অর্জন করছে মুর্শিদাবাদের শুভ্র দত্ত। শুভ্রর প্রাপ্ত নম্বর ৬৮৯। গত বছরই শুভ্র তার পিতাকে হারিয়েছে ৷ শোকে মূহ্যমান থেকেও লক্ষ্য স্থির রেখে পড়াশোনা চালিয়ে গেছে শুভ্র ৷ বহরমপুর গোরাবাজার ঈশ্বর চন্দ্র ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে ।

রাজ্যে পঞ্চম স্থান অর্জন করে শুভ্র জানিয়েছে তার পড়াশোনার নির্দিষ্ট কোন টাইম টেবিল ছিল না। মন চাইলেই পড়তে বসতো সে। পড়াশোনার পাশাপাশি শুভ্র গিটার বাজায় । আগামীতে সে ডাক্তার হতে চায়। পিতা দীনবন্ধু দত্তের ইচ্ছাকে মর্যাদা দিতে তার লক্ষ্য ডাক্তার হওয়া। নবগ্রাম থানার নগর এলাকায় বাড়ি ছিল শুভ্রর। সে গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউটে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার পর বহরমপুর স্বর্ণময়ী এলাকার একটি আবাসনে বসবাস শুরু করে ৷ ছেলের এই ফলাফলে খুশি তার মা। শুভ্র জানিয়েছে, তার ৭ জন গৃহ শিক্ষক ছিলেন। প্রায় প্রতি বিষয়ে তার শিক্ষক ছিল। বাবা পোষ্ট অফিসের সরকারী কর্মী ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন শুভ্র মাধ্যমিকে ভালো ফল করবে সেটা আমরা জানতাম।

YouTube player