এনএফবি,আলিপুরদুয়ারঃ
সোমবার রাতে ফালাকাটায় শুভেন্দু অধিকারীর সভার পরে ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেস পক্ষ থেকে সভাস্থল এবং রাস্তাঘাট গঙ্গাজল এবং গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়। যুব তৃণমূলে দাবি ফালাকাটার মতো পবিত্র ভূমিকে এদিন অপবিত্র করেছেন শুভেন্দু। তাই তাঁরা গোটা এলাকা পবিত্র গঙ্গা জল ও গোবর জল ছিটিয়ে শুদ্ধ করে দিলো।