জুলাই 8, 2024
Latest:
জেলা

দুর্নীতির সবচেয়ে বড় মাথা শুভেন্দু!

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

এবার শুভেন্দুর মিথ্যাচারের জবাব দিলেন অখিলপুত্র সুপ্রকাশ গিরি। কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান এবং কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি তিনি। সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত নেতা বলে দাবি করেন সুপ্রকাশ। পাশাপাশি তাঁর বাবার বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দিতে পারলে রাজনীতির ময়দান ছেড়ে চলে যাওয়ার কথা বলেন তিনি।

সুপ্রকাশ অভিযোগ করেন,” শুভেন্দু অধিকারী ২০১১ সাল থেকে দুর্নীতির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িত। সরকারকে ব্যবহার করে হলদিয়া শিল্পাঞ্চল থেকে কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র সর্বত্রই টাকা লুঠ করেছেন তিনি। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত ছাই বিক্রি করেও তোলা তুলেছেন। ২০১২ সালে কাঁথি পুরসভায় বসে ৩৯০০ জনকে টাকার বিনিময়ে প্রাথমিকের নিয়োগ পাইয়ে দিয়েছেন। এ সবের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরে নিজের বাড়ির কাজের লোক থেকে শুরু করে গাড়ির চালক, স্থানীয় একটি নাম জাদা ক্লাবের লোকজনদেরকে অনৈতিক উপায়ে চাকরি পাইয়ে দিয়েছেন।” কাঁথিকো- অপারেটিভ, কার্ড ব্যাঙ্ক এবং বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। এই তিন ব্যাঙ্কের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলেও দাবি করেছেন সুপ্রকাশ। তিনি আরও বলেছেন, “শুভেন্দুর মুখে দুর্নীতির অভিযোগ বেমানান। উনিই দুর্নীতির সবচেয়ে বড় মাথা।”