জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

রোহিতের মারা বলে আহত ছয় বছরের খুদে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দশ উইকেটে জিতলো ভারত। একইসঙ্গে অফ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া রোহিত শর্মাও হারানো ফর্ম ফিরে পেলেন। ৫৮ বলে ৭৬ রানের ইনিংস খেলেন হিটম্যান। তবে একই সঙ্গে এদিনের ম্যাচে দেখা যায় বিপত্তি।
রোহিত ইংল্যান্ড পেসার ডেভিড উইলিকে লং-লেগে একটা বিশাল ছক্কা মেরেছিলেন। রোহিতের মারা বল স্ট্যান্ডে থাকা ছয় বছরের বাচ্চা মেয়েকে আঘাত করে।
ক্যামেরাতে দেখা যায় কোলে নিয়ে ওই বালিকার কান্না থামানোর চেষ্টা করতে দেখা যায় এক ব্যক্তিকে। ফুটফুটে শিশুটির চোট গুরুতর কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে কিছুক্ষণ অপেক্ষা করতে দেখা যায় ক্রিকেটারদের।
সেইসময়ে কমেন্ট্রি করছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটন এবং ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী।

আথারটন বলেনঃ

“মনে হচ্ছে দর্শকদের মধ্যে কেউ আহত হয়েছেন রোহিত শর্মার ছক্কায়।”

শাস্ত্রী বলেনঃ

“দেখে সেটাই মনে হচ্ছে। রোহিতও যেভাবে ওইদিকে তাকিয়ে রয়েছেন তাতে মনে হচ্ছে তাঁর কাছেও বার্তা গিয়েছে যে ওখানে কেউ আহত হয়েছেন।”

এরপরে বার্মি আর্মির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলও মেয়েটির সম্পর্কে একটি আপডেট শেয়ার করেছে। ইংল্যান্ড ক্রিকেট দলের ফিজিওথেরাপিস্টরা মেয়েটির সুস্থতা পরীক্ষা করতে ছুটে যান। তবে মেয়েটির বড় কোনো আঘাত লাগেনি বলে জানা গেছে। রোহিতও ম্যাচের পরে মেয়েটিকে দেখতে যান।
অতীতে ইংল্যান্ডে ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছক্কায় মারা বলে এক বৃদ্ধর মাথা ফেটে যায়।
মঙ্গলবার লন্ডনের ওভালে প্রথম ওয়ান ডে তেই বড় রেকর্ড গড়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে যে কোনও সফরকারী খেলোয়াড়ের (১৪) মধ্যে রোহিতই প্রথম প্লেয়ার, যিনি সবচেয়ে বেশি অর্ধশতরান করেছেন। আর সেই সঙ্গে তিনি রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসনের মতো খেলোয়াড়দের পিছনে ফেলেছেন।
একইসঙ্গে অধিনায়ক হিসেবে রোহিত নজির সৃষ্টি করলেন। দেশের জার্সিতে এখনও হারের মুখ দেখেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে জয় পেয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের নজির স্পর্শ করলেন রোহিত শর্মা।

২০০৩ সালে পন্টিংয়ের নেতৃত্বে টানা ২০টি ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। ওভালে মঙ্গলবার ইংল্যান্ডকে ১০ উইকেটে পরাস্ত করে একটানা ২০ ম্যাচে পন্টিংকে স্পর্শ করলেন তিনি।
ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ম্যাচের পরে রোহিত জানালেন,”পিচ ও মেঘলা আবহাওয়ায় টস জিতে বোলিং নেওয়া সঠিক সিদ্ধান্তই ছিল। টি ২০ সিরিজেও পিচ ফ্ল্যাট ছিল। আমরা নিজেদের লক্ষ্য পূরণে সফল । বোলাররা সত্যিই ভালো পারফরমেন্স করেছে ।ধাওয়ানের ওভালের ট্র্যাক রেকর্ডও অনবদ্য। আমরা দুজন একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। এদিন প্রথম বলের ঘটনা ছাড়া পরস্পরের মধ্যে বোঝাপড়াও ভালো। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ধাওয়ান দলের প্রতি কতটা অবদান রাখতে পারেন সেটাও আমরা জানি।”