জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

অনলাইন শপিং এবং শপিং মলের জেরে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী মহল

এনএফবি,বালুরঘাটঃ

একে অনলাইন বাজারের রমরমা কারবার অপরদিকে ছোট শহরেও শপিং মলের বাড়বাড়ন্তের জেরে ক্রেতার অভাবে পুজোর বাজারে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে অনান্য মার্কেটের ছোট, মাঝারি ও ক্ষুদ্র কাপড়ের ব্যবসায়ীদের। কি করে ঋণের টাকা মেটাবেন তা নিয়ে পড়েছেন ব্যাপক দুশ্চিন্তায় ৷ হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই উৎসবের সূচনা। বিগত বছর গুলিতে এই সময় বালুরঘাট শহরের কাপড়ের মার্কেটগুলোতে উপচে পড়ত ভিড়। গভীর রাত পর্যন্ত খোলা থাকত দোকান। মাঝে করোনা পরিস্থিতিতে দুই বছর ব্যবসা একেবারেই হয়নি। এই বছর আশায় ছিলেন বালুরঘাটের ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়ীরা।কিন্তু শপিং মলের জৌলুসের কাছে হেরে যেতে হচ্ছে তাদের।পরিবার নিয়ে দিন যাপন করতে এখন পড়েছেন ঘোর অনিশ্চিয়তায়।

সন্দীপ কুমার মন্ডল, ক্ষুদ্র বস্ত্র ব্যবসায়ী ৷ নিজস্ব চিত্র

এমনিতেই এখন ঘরে বসে এক ক্লিকে মিলছে আধুনিক কাপড় থেকে রকমারি পোষাক ৷ শহর থেকে শুরু করে গ্রামগঞ্জেও তার রমরমা । তার সাথে অফিসে বা বাড়িতে বসে কাজের ফাঁকে অনলাইনে অর্ডার করলেই সপ্তাহের মধ্যে বাড়িতে পৌঁছে যাচ্ছে পোষাক থেকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।পছন্দ না হলে ফেরত নিয়ে পাল্টে দিচ্ছে সামগ্রী। তারফলে ক্রেতারা মুখ ঘুরিয়ে নিচ্ছে এই সব ক্ষুদ্র ও মাঝারি কাপড়ের দোকান থেকে ৷ তার উপর গোদের উপর বিষ ফোড়ার মত এসে বালুরঘাট শহরের যত্র তত্র নামিদামী কোম্পানীর আধুনিক মল গজিয়ে উঠেছে । স্বভাবতই এই ডিজিটাল যুগে মানুষ মুখ ঘুরিয়ে নিয়ে ছুটছে সেই সব আধুনিক প্ল্যাটফর্মের দিকে। এসবের মাঝে পরে স্যান্ডুইচ হতে হচ্ছে এই সব ক্ষুদ্র ও মাঝারি কাপড়ের ব্যবসায়ীদের বলে বালুরঘাট শহরের অধিকাংশ ক্ষুদ্র ও মাঝারি কাপড়ের দোকানদারদের অভিযোগ। বাদ যাচ্ছেন না বড় কাপড়ের দোকানদাররাও। কবে যে তাদের সুদিন ফের ফিরবে সে নিয়ে ঘোর দুশ্চিন্তায় বালুরঘাটের ছোট মাঝারি এমনকি বড় কাপড়ের দোকানীরাও।

নিজস্ব চিত্র