জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ঝুলনের জন্যই সিরিজ জিততে চায় স্মৃতি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২৪ সেপ্টেম্বর, ভারতীয় মহিলা ক্রিকেটের একটা অধ্যায় শেষ হবে। আন্তর্জাতিক মহিলা ক্রিকেট থেকে অবসর নেবেন ঝুলন গোস্বামী। আগামী ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে নামছে ভারতীয় মহিলা দল। সেই ম্যাচ খেলেই অবসর নেবেন তিনি। কয়েকদিন আগেই সেই কথা ঘোষণাও করে দিয়েছেন ঝুলন। ভারতীয়দের ড্রেসিংরুমেরও মন খানিকটা খারাপ। সেই জন্যই তো ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ জিততে মরিয়া ভারতীয় মহিলা দল। ঝুলন গোস্বামীর জন্য এই সিরিজ জিততে চাইছে ভারতীয় দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের চেষ্টা যে তাদের ঝুলন গোস্বামীর জন্যও তা বলতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জয়ের পর সেই কথাই জানিয়েছেন মন্ধনা। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র কয়েকটা রানের জন্য ষষ্ঠ সেঞ্চুরী হাতছাড়া হয়েছে স্মৃতির। যদিও প্রথম ম্যাচে ভারতীয় দলের জয়ের প্রধান কান্ডারী ছিলেন তিনিই। সেই স্মৃতি মন্ধনাই ঝুলন গোস্বামীর বিদায় পর্বটা স্মরণীয় করে তুলতে চান।

২৪ সেপ্টেম্বর লর্ডসে শেষ ম্যাচে নামতে চলেছেন ঝুলন গোস্বামী। গত ম্যাচেই ভারতীয় মহিলা দলের হয়ে একদিনের ফর্ম্যাটে নেমেছিলেন ঝুলন গোস্বামী। অবসরের মুহূর্তটা তিনি নিজেও স্মরণীয় করে রাখতে চান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যা্চে দুর্ধর্ষ বোলিং করেছেন তিনি। মাত্র ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট। ১০ ওভারে ব্রিটিশ ক্রিকেটারদের নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর লর্ডসে ম্যাচ খেলেই ক্রিকেট থেকে বিদায় নেবেন ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার।

তাঁকে নিয়েই আবেগতাড়িত ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। স্মৃতি মন্ধনা জানিয়েছেন, “আমি একটাই কথা বলতে চাই যে এই একদিনের সিরিজটা শুধুই ঝুলন দি-র জন্য। তাঁর বোলিং সত্যিই অসাধারণ। এই সিরিজে আমাদের আমাদের যাবতীয় সব প্রচেষ্টা ঝুলন দি-র জন্যই”।

গত বছরই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ঝুলন গোস্বামী। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারতের এই তারকা মহিলা ক্রিকেটারকে ফেয়ারওয়েল দেওয়ার ভাবনা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। লর্ডসেই ঝুলন গোস্বামীকে শেষবার দেখা যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দের জার্সিতে। আর তাতেই আপ্লুত সকলে।