জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

বিএসএফ-র গুলিতে নিহত পাচারকারী

এনএফবি,গঙ্গারামপুরঃ

বিএসএফ-র গুলিতে নিহত হল এক পাচারকারী।ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।গঙ্গারামপুর থানার অন্তর্গত বাসুরিয়া ইন্দো বাংলাদেশ সীমান্তের হরিহরপুর বিওপি এলাকার ঘটনা।ঘটনায় উদ্ধার ১০০ বোতল নিষিদ্ধ কাফসিরাফ সহ ১০ কিলো কচ্ছপের চামড়া।যদিও এখনো জানা যায়নি মৃত ওই পাচারকারীর নাম পরিচয়।তবে পুলিশ এবং বিএসএফ-র প্রাথমিক অনুমান বাংলাদেশি হতে পারে ওই পাচারকারী।ঘটনার পর বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

নিজস্ব চিত্র

বিএসএফ সূত্রে খবর বুধবার রাত্রি ৯টা নাগাদ একদল পাচারকারী ভারত থেকে কিছু সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।বিষয়টি নজরে আসতেই পাচারকারীদের ধাওয়া করে কর্তব্যরত বিএসএফ জওয়ান।সেইসময় একজন পাচারকারী বিএসএফ জওয়ানের সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়। এবং বিএসএফ জওয়ানের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে জানা যায়।সেইসময় পাচারকারীকে লক্ষ্য করে একরাউন্ড গুলি ছোড়ে বিএসএফ জওয়ান।যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাচারকারীর।এই ঘটনায় উদ্ধার হয় ১০০ বোতল নিষিদ্ধ কাফসিরাফ সহ ১০ কিলো কচ্ছপের চামড়া সহ একটি তারকাটার যন্ত্র,হাসুয়া এবং লাঠি।ঘটনার পর আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা,ডিএসপি প্রদীপ সরকার,ওসি পল্লব ঝাঁ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।ঘটনায় উদ্ধার হওয়া কাফসিরাফ সহ কিলো কচ্ছপের চামড়া এবং অন্যান্য সামগ্রী হতান্তর করা হয় পুলিশের হাতে।পাশাপাশি পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া জানায়নি ৷

এই বিষয়ে স্থানীয়রা জানান, রাতে গুলি এবং চিৎকারের শব্দ পেয়েছিলেন তারা। সকালে পাচারকারীর মৃত্যুর বিষয়টি তারা জানতে পারেন।