জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

সর্প সচেতনতা শিবির

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষায় সর্প সচেতনতা শিবির পালন করা হলো হিলি ব্লকের তিওড় কিষাণ মাণ্ডিতে। এদিনের এই সর্প বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ । এই শিবিরের ব্যবস্থাপনায় ছিলেন উজ্জীবন সোসাইটি এবং দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রটেকশন সমিতি, বালুরঘাট ।

গ্রামাঞ্চলের কিছু মানুষ এখনও কুসংস্কারাচ্ছন্ন। সাপে কাটা রোগীদের নিয়ে ওঝা, ফকির, গুনীনদের শরনাপন্ন হন তারা। তাতে রোগী মারা যায়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাপের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তাই মানুষ ভয়ে বা নিজস্বার্থে সাপ যাতে না মারে সেই সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই শিবির। এদিন উপস্থিত ছিলেন সর্প বিশারদ দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রটেকশন সমিতির সম্পাদক অতনু ঘোষ এবং সহ-সম্পাদক মনোজিৎ দেব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবব্রত ঘোষ।