এনএফবি,মুর্শিদাবাদঃ
একটি বাড়ি থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার করেলেন মুর্শিদাবাদের ফরাক্কা চক্রের এক শিক্ষক। শিক্ষকের নাম প্রলয় চ্যাটার্জী। তিনি ফরাক্কা চক্রের বলিদাপুকুর প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক।ঘটনাটি ঘটেছে সোমবার প্রায় ১১.৩০ টা নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-১ পঞ্চায়েতের অন্তর্গত শঙ্কর দাসের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যার সময় শঙ্কর দাসের বাড়িতে সাপটি দেখা যায়। বিষধর সাপ দেখার পর বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিষধর সাপ বাড়িতে দেখা গেছে খবর জানাজানি হতেই স্কুল শিক্ষক কে প্রলয় চ্যাটার্জীকে ডেকে পাঠানো হয়। শিক্ষক প্রলয় চ্যাটার্জী একদিন চা খেতে গিয়ে শোনেন, সেই চায়ের দোকানের এক আত্মীয়, তিন সন্তানের মা বিষধর সাপের কামড়ে মারা যান। সেই কথা শোনার পর চায়ের দোকানে তিনি বলেন ভালো সাপ ধরতে পারেন এবং সোশাল সাইটে একটি পোষ্ট করেন বিষধর সাপ দেখলে সাপকে না মেরে তাকে খবর দেওয়া হয় বলে ফোন নম্বর শেয়ার করেন। সেই খবর অনেকেই জানে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিক্ষক প্রলয় চ্যাটার্জী ৷ তিনি রাতে বিষধর সাপটিকে ধরার পর খবর দেওয়া হয় বনদপ্তরে ৷ মঙ্গলবার বনদপ্তর থেকে সাপটিকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে ৷