হরিহরপাড়ায় ফের উদ্ধার সকেট বোমা, চাঞ্চল্য

এনএফবি, মুর্শিদাবাদঃ‌

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ ফের সকেট বোমা উদ্ধার করে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়া রামপাড়া মাঠে।

গোপন সূত্রে অভিযান চালিয়ে রামপাড়া মাঠে ৯টি সকেট বোমা উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার ভোরে হরিহরপাড়া হুমায়ুঁপুর গ্রাম পঞ্চায়েতের রামপাড়া মাঠে বোমাগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারপর হরিহরপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে বোমাগুলো ঘিরে পাহারা দিয়ে রাখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বোমা উদ্ধারস্থল ৷ নিজস্ব চিত্র

বম্বস্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়, বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানা যায়। কে বা কারা বোমা গুলো রেখেছে কেন মাঠের মধ্যে বোমা মজুত করে রেখেছে তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

আরও পড়ুনঃ পুলিশি অভিযানে হরিহরপাড়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ১