এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ
১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান সভার বৈঠকে খসড়া সংবিধানে স্বাক্ষর করেন সংবিধান সভার সভাপতি এবং সেদিন ভারতের সংবিধান গৃহীত হয় বলে ঘোষণা করা হয়। এই দিনটিকে স্মরণে রেখে ২০১৫ সালের ১৯ নভেম্বর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করার। পূর্বে এই দিনটিকে জাতীয় আইন দিবস হিসাবে পালন করা হতো।
১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান গ্রহণের মাধ্যমে ভারতকে ঘোষণা করা হয়েছিল একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ রূপে। এই সংবিধানের প্রধান স্থপতি ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ডঃ ভীমরাও রামজি আম্বেদকর।
আজকের দিনে জেনে নিন দেশের সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
- প্রথমে সম্পূর্ণ সংবিধানটি ইতালিক ফন্টে মুদ্রিত হয়েছিল।
- সংবিধান গৃহীত হওয়ার পূর্বে প্রায় দুই হাজারেরও বেশি বার সংশোধন করা হয়েছিল।
- সংবিধানে ব্যবহৃত স্বাধীনতা, ভাতৃত্ববোধ, সাম্য এই শব্দগুলো নেওয়া হয়েছিল ফরাসি সংবিধান থেকে।
- সংবিধানের মূল দুটি কপি হিন্দি এবং ইংরেজি ভাষায় লিখিত হয়েছিল যা আজও সংরক্ষিত আছে। যার মধ্যে ইংরেজি ভাষায় প্রকাশিত গ্রন্থটির মূল শব্দ সংখ্যা হল ১১৭,৩৬৯।
- সংবিধান রচনার দায়িত্ব ছিল গণপরিষদের উপর, ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল প্রায় ২ বছর ১১ মাস ১৮ দিন।