ন্যাটওয়েস্টের ২০ বছরে সংবর্ধিত সৌরভ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২০০২ সালের ১৩ জুলাই চাইলেও ভারতীয় ক্রিকেট ভুলতে পারবে না সেদিনটি । ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জেতে টিম ইন্ডিয়া। বিদেশের মাঠে ভারতের জয়ের রথ নতুন করে সেখানে তোলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। ভারতীয় ক্রিকেটের নবজাগরণ হয়। ৩২৬ রান তাড়া করতে নেমে মহম্মদ কাইফ ও জাহির খান জয়সূচক রান নেওয়ার পরে আর বাঙালির জন্য সেই দিন কখনও ভোলার নয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি খোলা লর্ডসের ব্যালকনিতে ভারতীয় ক্রিকেটের দাদাগিরির মুহূর্ত। । সেই ১৩ জুলাইয়ের ২০ বছর পরে সৌরভ সংবর্ধিত হওয়ায় সেই মুহূর্তই আবার ফিরে এল ভারতীয় সমর্থকদের মনে ।২০০ বছর ব্রিটেনের অধীনে থাকা ভারতের স্বাধীনতার ৭৫ বছরে ভারতীয় ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন। সেই ব্রিটিশদেরই ব্যাট হাতে শাসন করা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হল ব্রিটেনের পার্লামেন্টে। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তিতে সংবর্ধিত হলেন সৌরভ। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ পড়েছিলেন ব্লেজার আর তার স্ত্রীর পরনে ছিল লাল শাড়ি। এদিন সৌরভ জানালেন,”এক জন বাঙালি হিসাবে ব্রিটিশ পার্লামেন্ট আমাকে যে সম্মান দিয়েছে তাতে আমি গর্বিত। ওরা ছ’মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। নিজের ৫০ তম জন্মদিন কাটাতে পরিবার নিয়ে বেশ কয়েক দিন ধরে লন্ডনে রয়েছেন বোর্ড সভাপতি সৌরভ। নিজের জন্মদিনে সেলিব্রেশনে লন্ডনের রাস্তায় শাহরুখ খানের ওঁম শান্তি ওঁম সিনেমা ছবির গানে সৌরভের নাচ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এছাড়া জন্মদিনে তার কেক কেটে স্ত্রী মেয়েকে খাইয়ে দেওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে দ্রুত। এছাড়া লর্ডশের ব্যালকনিতে গিয়ে ছবিও তোলেন। তাকে লন্ডনে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। ভারত ইংল্যান্ড সিরিজ শেষ হলে কলকাতা ফিরবেন সৌরভ।