জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

অভাবনীয় শাস্ত্রীর প্রশংসায় সৌরভ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে জয় না পেলেও জয় পেয়েছে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজে। স্বাভাবিকভাবেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অভিনন্দন জানান টিম ইন্ডিয়ার কোচ ও অধিনায়ককে। তবে তিনি সাধু বাদ জানাতে ভোলেননি কোহলি ও রবি শাস্ত্রীকেও।

সৌরভ ও শাস্ত্রীর সম্পর্কের তিক্ততার কথা প্রায় সবারই জানা। সেখানে খানিকটা চমকেই দিলেন সৌরভ। ইংল্যান্ডে সিরিজ জেতার জন্য ভারতীয় দলের প্রশংসা করতে গিয়ে শাস্ত্রীর কথাও বললেন তিনি। ইংল্যান্ডে তিন ধরনের ক্রিকেটেই সাফল্য পেয়েছে ভারত। টেস্ট সিরিজের ফল হয় ২-২। টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ, দু’টিতেই ২-১ ব্যবধানে জয়। ইংল্যান্ডের মাঠে এমন সাফল্যের পর ভারতীয় দলকে টুইটারে অভিনন্দন জানিয়ে সৌরভ লেখেন, “ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স। ওদের দেশে জেতা মোটেই সহজ কাজ নয়। টেস্টে ২-২, টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজে জয়। খুব ভাল দ্রাবিড়, রোহিত শর্মা, রবি শাস্ত্রী, বিরাট কোহলী। পন্থ খুব স্পেশাল, পান্ডুও।”