জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

আইসিসি চেয়ারম্যান হওয়া অনেকটাই নিশ্চিত সৌরভের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইসিসি চেয়ারম্যান হওয়া অনেকটাই নিশ্চিত ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বোর্ড নভেম্বরে বিশ্ব সংস্থার পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া অনুমোদন করেছে। এই বছর গ্রেগ বার্কলের মেয়াদের সঙ্গে , নির্বাচন একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা নির্ধারিত হবে এবং চেয়ারম্যানের মেয়াদ হবে দুই বছরের জন্য, ১ ডিসেম্বর, ২০২২ থেকে ৩০ নভেম্বর, ২০২৪ এর মধ্যে ।

নতুন নিয়ম অনুযায়ী আইসিসি চেয়ারম্যান হতে গেলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার আগের নিয়ম বদলানো হয়েছে এবং প্রতিযোগী ৫১ শতাংশ ভোট পেলেই আইসিসি চেয়ারম্যান হতে পারবে । ১৬ সদস্যের বোর্ডে, প্রার্থীকে নির্বাচিত হতে পরিচালকদের থেকে মাত্র ৯টি ভোটের প্রয়োজন। তাই বার্কলের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে , সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসির পরবর্তী চেয়ারম্যানের অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসাবে সৌরভের নাম প্রবলভাবেই শোনা যাচ্ছে । সূত্রের খবর , বেশ কয়েকটি দেশ তাকে সমর্থন করতে পারে।২০১৯ সালের অক্টোবর মাস থেকে ভারতীয় বোর্ড সভাপতি রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব আছেন জয় শাহ। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আর সচিব জয় শাহ সুপ্রিম কোর্টের কাছে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন। সৌরভ আপাতত বার্মিংহ্যামে আইসিসি বৈঠকে যোগ দিতে গেছেন। এদিকে আইসিসি-র ক্রিকেট কমিটির শীর্ষে গেলেন সৌরভ। তিনি এতদিন সদস্য ছিলেন। তার পরিবর্তে কমিটিতে স্থান পেলেন ভিভিএস লক্ষ্মণ। পাশাপাশি নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেত্তোরিকেও কমিটিতে আনা হয়েছে। এছাড়া ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত মেয়েদের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দেশগুলির ঘোষণা করল আইসিসি। এই সময়ের মধ্যে মোট চারটি আইসিসি টুর্নামেন্ট হবে। তার মধ্যে ২০২৫ সালের মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত।