এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
বিশ্বশান্তি ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে কোলাঘাটের যুবক, আলোক চিত্রী সৌরভ দাস। ১৫ নভেম্বর অস্ট্রিয়ান পার্লামেন্ট ভিয়েনায় আয়োজিত এক বিশ্বমানের পুরস্কার বিতরণী সভা থেকে পুরস্কৃত ও সম্মানিত হলেন সৌরভ। পুরস্কার তুলে দেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভেনডের বেলেন।
১২ নভেম্বর সৌরভ স্বপ্নের উড়ানে দমদম এয়ারপোর্ট থেকে ভিয়েনা রওনা হয়েছিলেন। প্রতি বছর প্রায় ১২০টি দেশের ফটোগ্রাফাররা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে থাকেন। তারা তাদের ছবির মাধ্যমে শান্তির বার্তা তুলে ধরেন। এই বছরও তার অন্যথা হয়নি। গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ডটি ১৯১১ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলফ্রেড ফ্রাইড এবং টোবিয়াস অ্যাসারের উদাহরণ দ্বারা অনুপ্রাণিত। এই মুহূর্তে সারা বিশ্ব থেকে থেকে মোট পাঁচটি দেশের প্রতিনিধি নমিনেশন পেয়েছেন। আমাদের দেশ ভারত থেকেও অনেকে এখানে ছবি জমা দিয়েছিলো। কিন্তু ভারত থেকে একমাত্র সৌরভের ছবি তারা সিলেক্ট করেছেন।
ফটোগ্রাফি জগতে গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ডটি এডিশন ল্যামারহুবার দ্বারা ফটোগ্রাফিশে গেসেলশ্যাফ্ট (পিএইচজি), ইউনেস্কো, অস্ট্রিয়ান পার্লামেন্ট, অস্ট্রিয়ান পার্লামেন্টারি রিপোর্টিং অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই), জার্মান ইয়ুথ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আয়োজন করা হয়ে থাকে। এটি গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড নামে পরিচিত।
সৌরভের তোলা একটি ছবি ২০১৫ সালে বহুল প্রাচারিত এক বাংলা দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়। আর সেখান থেকেই বুঝতে পারে অধ্যাবসায়, জেদ ও স্থির লক্ষ্য থাকলে মনের ইচ্ছা বাস্তবে রূপায়িত হতে পারে। তারপর আর থেমে থাকেনি। ২০১৬ সালে কলকাতার ছায়াপথ থেকে ফটোগ্রাফির উপর বেসিক কোর্স করে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়া। দেশের ভেতরে ও বাইরে, বহু পুরস্কারে সৌরভ বারে বারে সম্মানিত হয়েছে। প্রথম দিকে স্ট্রিট বা পোট্রেট ফটোগ্রাফিতে নেশা থাকলেও এখন বেশি জোর দিয়েছে ডকুমেন্টারিতে। ২০১৯ সালে ন্যাশনাল মিজিয়াম দিল্লি থেকে বেঙ্গল কালচারের উপর সৌরভের তোলা ২০টি ছবি প্রদর্শিত হয়। ওই বছরই দুবাইতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রেস্টিজিয়াস হামদম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্টে ওয়াটার বিভাগে বিশ্বে চতুর্থ হওয়া। বিশ্বের দরবারে সেই প্রথম ভালো ভাবে পরিচিত হওয়া। করোনার কারনে সে বছর আর দুবাই যাওয়া হয়ে ওঠেনি। পুরস্কার তার বাড়িতে পৌঁছে গিয়ে ছিল। আর ২০২১ সালে ইউনিসেফ থেকে পাওয়া ফটোগ্রাফ অফ দ্য ইয়ার আলোক চিত্রী সৌরভের চলার পথে এক নতুন মাত্রা এনে দেয়। আর ২০২২-এ অস্ট্রিয়ান পার্লামেন্টে অনুষ্ঠিত এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথম হয়ে ফটোগ্রাফিতে কোলাঘাট তথা দেশের মুখ উজ্জল করল।