বায়োবলয়ের বাইরে আইপিএল করার ভাবনা সৌরভের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

করোনা ভাইরাসের জন্য এবার বায়োবলয়ের মধ্যে হচ্ছে পনেরো তম আইপিএল। তবে এবার বায়োবলয় থেকে ক্রিকেটারদের মিলতে পারে স্বস্তি এমনটাই জানাচ্ছেন bcci সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে সৌরভ জানালেন,”যদি দেশে কোভিডের ঘটনা না বাড়ে, তাহলে আইপিএলে বায়ো-বাবলের প্রয়োজন হবে না। তবে, তারা কতক্ষণ এক জায়গায় খেলতে পারবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। কোভিড এখানে থাকার জন্য রয়েছে – এটি আরও ১০ বছর ধরে থাকবে, তাই আমাদের এটির সাথে থাকতে হবে।”
এবার আইপিএলে বায়োবলয় নিয়ে একাধিক কড়া নিয়ম এনেছে বোর্ড।

আইপিএলের মাঝে বায়ো বাবল ভাঙলে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন ক্রিকেটার থেকে তাদের পরিবারের সদস্যরা এবং ফ্র্যাঞ্চাইজিও। ক্রিকেটারদের বায়ো বাবলের মধ্যে থেকেই খেলতে হবে। শুধু তাই নয় তাদের পরিবারের সদস্যদেরও বোর্ডের নির্ধারিত কঠিন বায়ো বাবলের মধ্যেই থাকতে হবে। আর এই নিয়ম যাতে সকলে মেনে চলে সেজন্যই এবার আরও কড়া নির্দেশিকা বোর্ডের তরফে। কোনওরকম ভাবেই বোর্ডের তৈরি করা এই বায়ো বাবল ভাঙতে পারবেন না ক্রিকেটার থেকে তাদের পরিবারের সদস্য এবং আইপিএলের সঙ্গে যুক্ত যে কোনও ব্যক্তি। এমনটা হলে তাঁকে কঠিন শাস্তি পেতে হবে।

আর্থিক জরিমানা হিসাবে হতে পারে ১ কোটি টাকা। একইসঙ্গে সেই ক্রিকেটারকে IPL মঞ্চ থেকে এবারের জন্য নির্বাসিতও করা হতে পারে। যদি কোনও ফ্র্যাঞ্চাইজি মাঠে ১২ জন ক্রিকেটারকে নামাতে অসমর্থ হয়, তবে তাদের টেকনিক্যাল কমিটির কাছে যেতে হবে।যদি কোনও ক্রিকেটার হেলথ ও সেফটি অফিসিয়ালসদের না জানিয়ে বাইরে চলে যান, তবে সেক্ষেত্রেও বড়সড় জরিমানা দিতে হবে সেই ফ্র্যাঞ্চাইজিকে।
আট দলের পরিবর্তে এবারের IPL হবে দশ দলকে নিয়ে।মহারাষ্ট্রে হচ্ছে এবারের মেগা টুর্নামেন্ট তবে আইপিএলের লিগ পর্ব শেষ হবে আগামি ২২ মে। তারপর ২৪ ও ২৬ মে সেই ম্যাচগুলি আয়োজিত হবে কলকাতায়। প্রথম প্লে-অফ ম্যাচ হবে ২৪ মে। সৌরভের শহরে সেই ম্যাচ হওয়ার পর ২৬ মে সেই মাঠেই হবে এলিমিনেটর। পরের দিন আহমেদাবাদে হবে দ্বিতীয় প্লে-অফ। ২৯ মে আহমেদাবাদেই হবে মেগা ফাইনাল। প্রসঙ্গত, এর আগে করোনা পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সে দুটি ভারতীয় দলের ম্যাচ আয়োজিত হয়েছে। তবে কোনওটিতেই সম্পূর্ণ দর্শক নিয়ে খেলা হয়নি। তখন তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই।