জুলাই 3, 2024
Latest:
জেলা

স্পিকার কিছুই জানেন না, মন্তব্য দিলীপের

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর খড়্গপুরের সংযোগকারী বীরেন্দ্র শাসমল সেতুর পাশে বিকল্প সেতু তৈরির দাবি নিয়ে বুধবার একটি পদযাত্রা হয় মাতকাতপুর থেকে ওই সেতু পর্যন্ত। উল্লেখ্য গত কয়েকদিন আগেই ওই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন । সেতুর অবস্থা খুব ভালো নয় তাই সেতুর উপর দিয়ে দশ টনের বেশি মাল নিয়ে যাতায়াতকারী গাড়ি চলাচল বন্ধ রয়েছে । নতুন আরও একটি সেতুর দাবি জানিয়েই এই মিছিল বলে জানানো হয়েছে বিজেপির তরফে। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকার কোন এনওসি দিচ্ছে না, তাই সেতুর কাজ এখনও শুরু করতে পারেনি কেন্দ্র । তিনি নিজে কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রীকে আবেদন জানিয়েছেন এই এলাকায় একটি সেতু নির্মাণের জন্য বলে দিলীপ ঘোষ জানান। যেহেতু সেতুটি রাজ্যের তাই রাজ্যের কাছ থেকে এনওসি লাগবে । আর সেই এনওসি রাজ্য দিচ্ছে না বলেই অভিযোগ করেন তিনি।

স্পিকার কিছুই জানেন না, মন্তব্য দিলীপের
সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

পাশাপাশি, কৃষ্ণ কল্যাণীর দল পরিবর্তনে স্পিকারের না জানা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন,”স্পিকার কিছুই জানেন না, কিছু খবরই রাখেন না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেটুকুই জানেন যেটুকু ওনাকে বলে দেবেন তার বাইরে কিছু জানেন না ।”

স্পিকার কিছুই জানেন না, মন্তব্য দিলীপের
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বাড়ছে মুর্শিদাবাদে স্ক্রাব টাইফাস আক্রান্তের সংখ্যা – NF Bangla Private Limited (newsfrontbangla.com)