জুলাই 8, 2024
Latest:
মহানগর

বাসের অবস্থান জানতে বিশেষ ব্যবস্থা নিউটাউনে

এনএফবি, কলকাতাঃ

যাত্রী স্বাচ্ছন্দ্যে নয়া উদ্যোগ নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি(NKDA)-এর। স্মার্ট সিটির সমস্ত বাসস্ট্যান্ডে বসছে ডিসপ্লে বোর্ড। সেখানে যাত্রীরা নির্দিষ্ট রুটের বাসের অবস্থান জানতে পারবেন। রিয়েল টাইম প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেমের (RPIS) মাধ্যমে এটা সম্ভব হবে।

কমবেশি ছাব্বিশটি রুটের বাস চলে নিউটাউনে। বাসগুলির অবস্থান জানতে প্রতিটিতে লাগানো হবে বিশেষ ‘ট্যাগ’। পনেরো মিনিট অন্তর নির্দিষ্ট রুটের বাসের অবস্থান জানানোর প্রস্তুতি নিচ্ছে এনকেডিএ।