জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

বালুরঘাটে রক্ষাকালী পুজোর বিশেষ উদযাপন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ‌

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চক ঘটক এলাকায় দেবীর বিশেষ পুজো হয়। জানা যায়, জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার প্রতিবছর ভারত-বাংলাদেশ সীমান্তে শূন্য রেখার মাঝে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হয়।

এই পুজোতে ভারত-বাংলাদেশের মানুষ সমান ভাবে অংশগ্রহণ করে থাকে। যদিও এবছর বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিডিআর ঐ দেশের মানুষকে সীমান্ত পার হওয়ার অনুমতি না দেওয়ায় বাংলাদেশের মানুষ এই মেলায় অংশগ্রহণ করতে পারেনি বলে জানা গেছে।

তবুও ভারতবর্ষের মানুষ আজ রক্ষা কালী মায়ের পূজো উপলক্ষে মহাসমারোহে মায়ের আরাধনা করেন। এই মেলায় মায়ের বন্দনা করতে সীমান্ত বাধা হতে পারে না ভক্তদের কাছে।

YouTube player