জুলাই 5, 2024
Latest:
জেলা

রাত্রিকালীন অবৈধ বাস চলাচল রুখতে বিশেষ অভিযান পরিবহণ দপ্তরের

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুর বাসস্ট্যান্ড থেকে প্রত্যহ রাত্রিকালীন বেশকিছু বাস অবৈধভাবে চলাচল করে। এমন অভিযোগ পেতেই রাতে বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান চালায় জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তর। পরিবহণ দপ্তরের পক্ষ থেকে কলকাতা, শিলিগুড়ি ও অন্য কোন দূরপাল্লার গাড়ির কাগজপত্র খতিয়ে দেখেন পরিবহণ কর্মীরা। অভিযানে হাজির ছিলেন জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তর আধিকারিক সন্দীপ সাহা সহ অন্যান্য কর্মীরা। মূলত শিলিগুড়ি ও কলকাতাগামী রাত্রিকালীন বাস গাড়ির কাগজপত্র খতিয়ে দেখেন পরিবহণ আধিকারিকরা। অভিযানে দেখা যায় বেশ কিছু গাড়ির সমস্যা রয়েছে কাগজপত্রে। এমনকি একটি বাসের কোন পারমিট ছিল না। তারপরেও গাড়িটি চলছিল। বিষয়টি নজরে আসতেই ওই বাসটিকে নিজেদের হেফাজতে নেয় পরিবহণ দপ্তর এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সন্দীপ সাহা, আরটিও। নিজস্ব চিত্র

এদিন জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তরের পাশাপাশি বালুরঘাট থানার বিশাল পুলিশ এই অভিযানে উপস্থিত ছিলেন। মূলত অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায়। এদিকে আঞ্চলিক পরিবহণ দপ্তরের অভিযানে হয়রানির মুখে পড়েন বাস যাত্রীরা। দীর্ঘক্ষণ বাস আটকে থাকে বালুঘাট রঘুনাথপুর এলাকায়। যাত্রীদের দাবি ভাড়া যে ভাবে নিচ্ছে বাস মালিকরা সেই জায়গা থেকে যাত্রী সুরক্ষার কথা আরও বেশি করে মাথায় রাখা উচিত।

মধুরিমা সমাজদার, বাস যাত্রী। নিজস্ব চিত্র
বিজয়া মজুমদার, বাস যাত্রী। নিজস্ব চিত্র