জুলাই 3, 2024
Latest:
জেলা

গুড ফ্রাইডেতে চার্চে বিশেষ প্রার্থনা জলপাইগুড়িতে

এনএফবি,জলপাইগুড়িঃ

একদিকে যেমন আজ বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ ,ঠিক তেমন ভাবেই আজকের দিনটি অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে পালন করছে খ্রীষ্ট ধর্মাবলম্বীরা ৷ আজকের এই দিনেই ক্রুশ বিদ্ধ করা হয়ে ছিলো প্রভু যীশুকে, তার পরেও তিনি তিন ঘন্টা জীবিত থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে সাতটি বাণী শুনিয়ে গিয়েছিলেন বলে কথিত আছে। সেই থেকেই ইংরেজি তারিখ অনুসারে আজকের দিনটি গুড ফ্রাইডে হিসেবে পালিত হয়ে আসছে সমগ্র বিশ্বে।

প্রার্থনা ৷ নিজস্ব চিত্র

এই বিশেষ দিন উপলক্ষ্যে জলপাইগুড়ি সেন্ট মাইকেলস অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। গুডফ্রাইডে প্রসঙ্গে চার্চের অন্যতম পৃষ্ঠপোষক ভোলা মন্ডল জানান, আজ দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যীশুকে স্মরণ করা হবে।