গুলিবিদ্ধ যুবকের মৃত্যু ঘিরে জল্পনা

এনএফবি,মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের সাগরপাড়ায় চোরাকারবারি সন্দেহে এক যুবককে গুলি করার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। রবিবার ভোর চারটে নাগাদ ঘটনানটি ঘটেছে। মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের নাম রুহুল মন্ডল। স্থানীয় সূত্রে খবর পাচারকারী সন্দেহে ভারত-বাংলাদেশ সীমান্তের জলঙ্গির সাগরপাড়া উদয়নগর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় এক যুবক। এমনটাই অভিযোগ মৃতার পরিবারের। যদিও এখনও পর্যন্ত সঠিক কারণ জানা যায়নি কিভাবে এই যুবকের মৃত্যু হয়েছে।

বিএসএফের গুলিতে নিহত ২৬ বছরের  যুবকের বাড়ি জলঙ্গি ব্লকের সাগরপাড়া চকমথুরা রামনারায়নপাড়া গ্রামে। নিহত যুবকের নাম রুহুন মন্ডল। পরিবারের অভিযোগ মৃত যুবক গতকাল বিকেল ৪টে নাগাদ মাঠে তার নিজ জমি দেখাশোনা করতে যায়। সন্ধ্যার পর যুবক আর বাড়ি না ফেরায়, পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে জানতে পারে বিএসএফের গুলিতে নিহত হয়েছে। কি ভাবেই বা ওই যুবক মারা গেছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন সাগরপাড়া থানার পুলিশ।

নিজস্ব চিত্র