জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ইস্টবেঙ্গল ক্লাবে পালিত হল ‘স্পোর্টস ডে’

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

আজ ১৩ই আগস্ট ২০২২ শনিবার, ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৩ তম জন্মদিবস স্মরণে “স্পোর্টস ডে” ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে পালিত হলো যথাযথ মর্যাদার সাথে। সকাল ১০ টায় দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা এবং কার্যকরী কমিটির সকল সদস্যগণ। এরপর ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং ক্লাবের কার্যকরী কমিটির সদস্যগণ।

এর পাশাপাশি চলে রক্তদান শিবির। ১৫০ জনের অধিক রক্তদাতা রক্তদান করেন এদিন। এই বিপুল সংখ্যক রক্তদাতার জন্য দুটি বড় ভ্যান এবং ক্লাবের একটি পৃথক ঘরেরও বন্দোবস্ত করা ছিল। এরসাথে সাথে ক্লাবের দুটি ঘরে চলে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির। ডাঃ শ্বাম্ব সমাদ্দারের নেতৃত্বে প্রখ্যাত চিকিৎসক মন্ডলীর দ্বারা পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় ১৪০ জনের উপর মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।

এছাড়া চোখের এবং দাঁতের চিকিৎসারও ব্যবস্থা ছিল। পূর্ব ঘোষণা মতো আগে এলে আগে পাবে ভিত্তিতে ২০০ জন ব্যক্তিকে বিনামূল্যে কোভিশিল্ড বুস্টার ডোজ দেওয়া হয়।

২০২২ সালের রাজ্য অ্যাথলেটিক্স মিট এর অল রাউন্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের সকল ক্রীড়াবিদ এবং তাদের প্রশিক্ষকদের ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সংবর্ধিত করা হয় এদিন। তাদের সকলের মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয়।

“স্পোর্টস ডে” উপলক্ষে বিকেলে ইস্টবেঙ্গল ক্লাব মাঠে ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং অভিনেতাদের মিলিত টিম একটি প্রদর্শনী ম্যাচ খেলে। আশি, নব্বইয়ের দশকের প্রাক্তনদের খেলা দেখতে সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ছিল চোখে পড়ার মতো।