জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

মোহনবাগানে রাজনীতি করা ঠিক নয় বলে দেবাশিসকে বিঁধলেন সৃঞ্জয়

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ফের প্রকাশ্যে মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু এবং বর্তমান সচিব দেবাশিস দত্তর দ্বন্দ্ব। মোহনবাগানের দ্বিতীয় কার্যকরী কমিটির বৈঠকের পরে বাগান সচিব প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর নাম না করে একপ্রকার কটাক্ষ করে মোহনবাগানের নামের আগে এটিকে সরানোর ইস্যুতে দেবাশিস বলেন,”আগের কমিটি এই এটিকে ব্যাপারে কিছু করেনি, এখনকার কমিটি যা করার করছে। আমরা গুরুত্ব দিয়ে দেখছি আর আমরাই যা করার করছি।”

এই প্রশ্নের উত্তরে বাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু এক সাক্ষাৎকারে জানান, “একটা সহজ ব্যাপার বলুন তো, আগের কমিটির সঙ্গে এই কমিটির তফাৎ কতটা? গোটা কমিটিটাই তো প্রায় এক। হ্যাঁ, অবশ্যই সচিব বদল হয়েছে। কিন্তু ১৬-১৭ জনই তো পুরানো।আর আগে তো আমি আর দেবাশিস দা দুজনেই এটিকে নিয়ে কথা বলেছি। উনি তো আগের কমিটিতেও অর্থ সচিব হিসেবে ছিলেন।সচিব আমি ছিলাম। কার্যকরী সমিতি তো আমাদের দু’জনকেই মনোনীত করেছিল এই বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য। অধিকাংশ জায়গায় তো দেবাশিসদার সই রয়েছে। তাই আগের কমিটি নিয়ে এই রাজনীতিটা না হওয়াই ভালো।” এরপরেই সৃঞ্জয় এটিকে কে সমর্থন করে জানালেন,”একটা জিনিস বুঝতে হবে, যারা ৫০ কোটি টাকার উপর খরচ করছে, তাদের চাহিদা, দাবিকে তো গুরুত্ব দিতেই হবে । তাঁদের কিছু চাহিদা থাকবে সেটা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আমি বিশ্বাস করছি ।’’

প্রসঙ্গত বারপুজোর দিনে সৃঞ্জয় আর দেবাশিসের ঝগড়া প্রথম প্রকাশ্যে আসে। সৃঞ্জয় বসু ক্লাবের বারপুজোতে না আসায় দেবাশিসকে প্রশ্ন করা হয় তিনি সৃঞ্জয়কে মিস করছেন কিনা! উত্তরে দেবাশিস জানালেন,”টুটু বসু, অঞ্জন মিত্ররা মোহনবাগানের অবিচ্ছেদ্য অংশ। উনাদের মিস করছি। তবে সবাইকেই থামতে হয়। উমাপতি কুমার, ধীরেন দে, শৈলেন মান্নাকেও থামতে হয়েছে ।” এরপরে সৃঞ্জয় জানান,“দেখুন আমার পঁয়তাল্লিশ বছর বয়স । আমি থামব কি না তা ঈশ্বর ঠিক করবেন । অন্য কেউ যদি ঠিক করে ফেলেন, সেটা তার বিষয়।”