জুলাই 1, 2024
Latest:
ফিচারশিক্ষা ও কেরিয়ার

কলেজে ভর্তির নিয়ম বদলের পথে রাজ্য

এনএফবি, কলকাতাঃ

কলেজে ভর্তির ক্ষেত্রে নিয়ম বদলের পথে রাজ্যের শিক্ষা দফতর। জানা গিয়েছে, আগামী সপ্তাহে নয়া নিয়ম নিয়ে বৈঠকে বসতে চলছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
কেন্দ্রীয় ভাবে স্নাতক স্তরে একই বিশ্ব বিদ্যালয়ের অর্ন্তগত কলেজগুলিতে ভর্তি নেওয়া হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালের মাধ্যমে আবেদনের ভিত্তিতে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। নিয়ম বদলে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী- বলেই খবর।
তবে একটি বিশ্ববিদ্যালয়ের অর্ন্তগত কয়টি কলেজে একজন আবেদনকারী আবেদন করতে পারবেন তা নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। একইসঙ্গে ভর্তির আবেদনের জন্য এই বছর থেকে ফি নেওয়া শুরু হতে পারে। মহামারি পরিস্থিতিতে গত দুই বছর ভর্তির জন্য কোনও আবেদন ফি নেওয়া হয়নি। তবে এই বছর থেকে তা চালু হওয়ার সম্ভাবনা আছে।
উল্লেখ্য, দীঘদিন ধরে চলে আসা ভর্তি দূর্নীতি ঠেকাতে ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় এসেই তৃণমূল সরকার কেন্দ্রীয় ভাবে কলেজে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল। তবে তৎকালীন সময়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। ১১ বছর পর সেই একই পথে হাঁটতে চলছে সরকার। বর্তমানে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু থাকলেও কেন্দ্রীয়ভাবে এখনও পড়ুয়াদের ভর্তি করা হয় না।